তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নাটোরের সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে তরুণদের দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করা এবং কারিগরি শিক্ষার গুরুত্ব ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২১ সেপ্টেম্বর) সকালে র্যালিটি সিংড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিংড়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলম শেখের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- ইসট্রাক্টর নিরঞ্জন কুমার সরকার, শিক্ষক মঞ্জুরুল ইসলাম (ট্রেড), আ. মজিদ (রসায়ন), খুরশিদা পারভীন পপি প্রমুখ।
র্যালিতে আরও অংশ নেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় তারা কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।
