ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নওগাঁয় মেজর নাজমুল হকের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

নওগাঁয় ৭নং সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুল হকের ৫৪তম মৃত্যুবার্ষিকীতে উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ সভা হয়।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা এসএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জহুরুল আলম তরফদার (রুকু)।

বিশেষ অতিথি ছিলেন- নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মুহ. ওয়ালিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লেখক কলামিস্ট রফিকুল ইসলাম রফিক, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দীনসহ প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ৮টায় কেডির মোড়ে শহীদ মেজর নাজমুল হকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। পরে আলোচনা সভার বক্তব্য শেষে সাংস্কৃতি অনুষ্ঠান হয়।

NJ
আরও পড়ুন