ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লালপুরে একসঙ্গে জন্ম নেওয়া ৫ নবজাতকের ২ জনের মৃত্যু

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৫:১০ পিএম
নাটোরের লালপুরে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধু নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন। ওই গৃহবধু রেশমা খাতুন দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী। 
 
গত মঙ্গলবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ৩ ছেলে ও ২ মেয়েসহ মোট ৫ নবজাতক জন্ম নেয়। তবে জন্মের কিছুক্ষণ পরই রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। পরদিন বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার সাঁইপাড়া গ্রামে তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
 
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা রেশমা খাতুন বর্তমানে সুস্থ আছেন। জীবিত থাকা ৩ নবজাতক জন্মের পর থেকেই কিছুটা দুর্বল থাকায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষ যত্ন প্রদান করা হচ্ছে।
এদিকে এমন বিরল ঘটনার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই হাসপাতালে ছুটে গিয়ে মা ও সন্তানদের খোঁজ নিচ্ছেন।
 
অর্থনৈতিকভাবে অস্বচ্ছল বাবা আসিব হোসেন সবুজ ঈশ্বরদী মিলিটারি ফার্মে দৈনিক ৪৪৫ টাকা মজুরিতে কাজ করেন। তিনি জানান, সন্তানদের চিকিৎসা ও লালন-পালনের খরচ বহন করা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এজন্য তিনি বিত্তবানদের সহযোগিতা ও সবার দোয়া চান।
NJ
আরও পড়ুন