নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠনের হয়ে বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন।
সোমবার বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল
