রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক অধ্যাপক মাছ ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার সহকর্মী অপর এক অধ্যাপক গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শিক্ষক হলেন রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় (৫৮)। আহত হয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা মিয়া (৫৭)।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাতটার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে আনসার ক্যাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে।
পবা থানার ওসি মনিরুল ইসলাম জানান, সকালে দুই শিক্ষক মোটরসাইকেলে করে মাছ ধরতে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক অধ্যাপক শিব শংকর রায়কে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত অধ্যাপক আসাদুজ্জামান বর্তমানে হাসপাতালের শল্যচিকিৎসা বিভাগে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার হাত-পায়ে জখম গুরুতর।
নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি মনিরুল।
এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, মার্কেটিং ও দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং আহত অধ্যাপক আসাদুজ্জামানের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
রাবির সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন বলেন, ‘অধ্যাপক শিব শংকর রায় ও অধ্যাপক আসাদুজ্জামান দুজনেই মাছ ধরার শখ করতেন। শুক্রবার সকালে ব্যক্তিগত ভেসপা মোটরবাইকে করে তারা নওহাটা এলাকায় মাছ ধরতে যাচ্ছিলেন। পথে ট্র্যাজেডির শিকার হন তারা। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই শিব শংকর স্যারের মৃত্যু হয়েছে।’
বিশ্বনাথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে
লক্ষ্মীপুরে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা