পাবনার ঈশ্বরদীতে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষ স্থানীয় প্রায় ২ ডজন বিশেষজ্ঞ চিকিৎসক এ ক্যাম্পে সেবা প্রদান করেন।
শুক্রবার (২৪ অক্টোবর) ঈশ্বরদী শহরের আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈশ্বরদী ও আশপাশের অঞ্চল থেকে প্রায় ৮ হাজার রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক নিরলসভাবে রোগীদের সেবা ও সহযোগিতা করেন।
আয়োজনে ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে সবার স্বাস্থ্যসেবা এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই বেসরকারিভাবে অঞ্চলভিত্তিক এই ধরনের মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।

অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, দেশের মানুষ যদি জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, আমরা সেটিকে ক্ষমতা নয়, বরং জনগণের আমানত হিসেবে গ্রহণ করব।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক আবু তালেব মন্ডল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা জেলা সহকারী সিভিল সার্জন ডা. খাইরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার, আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম এবং জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা আমীর অধ্যাপক ডা. নুরুজ্জামান প্রামাণিক।
এ সময় বক্তব্য রাখেন- মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো. নুরে আলম সিদ্দিকী ও গাইনি ও অবস ইনফারটিলিটি বিশেষজ্ঞ সার্জন এবং ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিকা।
সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে আরও ছিলেন- রাজশাহী মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. বাহারুল ইসলাম, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আফসার সিদ্দিকী, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামসহ দেশবরেণ্য চিকিৎসকরা।
