ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সৎ ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০২:২৮ পিএম

বগুড়ার কাহালুতে সৎ ছেলের লাঠির আঘাতে টাইগার মিলন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা পশু হাসপাতালের সামনে সৎ ছেলের লাঠির আঘাতে আহত হন মিলন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।

নিহত টাইগার মিলন কাহালু পালপাড়া এলাকা এলাকার আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাইগার মিলন গত ৮-৯ বছর আগে কাহালু পৌর এলাকার জামতলা গ্রামের ৪ সন্তানের জননী মেঘনা বেগমকে (৩৫) বিয়ে করে পশু হাসপাতালের পাশে একটি পরিত্যক্ত ভবনে বসবাস করতেন। মেঘনা বেগমের প্রথম স্বামী নাজুর ছেলে শামীম হোসেন (২২) কোনভাবেই তার সৎ পিতা মিলনকে মেনে নিতে পারেনি।

এ নিয়ে মিলনের সাথে শামীমের বিবাদ লেগেই থাকত। গতকাল বিকেলে পারিবারিক কলহকে কেন্দ্র করে সৎ ছেলে শামীম হোসেন লাঠি দিয়ে এলোপাতাড়ি টাইগার মিলনকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মিলন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে শামীম হোসেন গ্রেপ্তার করা হয়। মিলনের মরদেহ বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

NJ
আরও পড়ুন