নাটোরের সিংড়ায় ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় সিংড়া উপজেলা পরিষদের অনুকূলে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দকৃত অর্থে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৩য় কিস্তির মধ্যে ১ম কিস্তির ২০টি হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
