দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি’র ফলাফল চ্যালেঞ্জে নতুন করে জিপিএ-৫ পেল ১৬০ জন শিক্ষার্থী। এ নিয়ে অভিভাবকদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে।
মঙ্গলবার (১১ জুন) দিনাজপুর মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের সংবাদটি নিশ্চিত করেছেন।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি’র ফলাফল চ্যালেঞ্জ করে ফেল থেকে পাশ করেছে ৪৭ জন শিক্ষার্থী। ঘোষিত ফলাফলে ফেল করার পর ফলাফল চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেয়েছে দুই জন শিক্ষার্থী। আর সাধারণ জিপিএ থেকে জিপিএ-৫ পেয়েছে আরও ১৬০ জন শিক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে মোট ৯১৭ জন শিক্ষার্থীর।
উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত ১২ই মে। ঘোষিত ফলাফলে মোট এক লাখ ৯৮ হাজার ১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেন ১ লাখ ৫৫ হাজার ৪৩৫ জন। পাশের হার ছিল ৭৮.৪৩ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন।
