ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বেরোবি প্রতিষ্ঠার পর প্রথম হলের মসজিদে মাইকে আজান

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:১৫ এএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৬ বছর পর প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মসজিদে মাইকে আজান দেওয়া শুরু হয়েছে। 

আজ রোববার (৩ নভেম্বর) বঙ্গবন্ধু হলের মসজিদে মাইক লাগানোর পর এশার আজান মাইকের মাধ্যমে দেওয়া হয়েছে। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলসমূহে এর আগে কখনো হলের মসজিদে মাইকের সাহায্যে আজান দেওয়া হয়নি। এ  হলের মসজিদে মাইকের সাহায্য আজান দেওয়ায় শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। হলের শিক্ষার্থীরা বলেন আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। 

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আমির শরীফ বলেন, এটাতো প্রয়োজন ছিলো। আর আমরা সব সময় ইতিবাচক কাজ করার চেষ্টা করবো। হলে আমরা শিক্ষার্থীদের জন্য সুন্দর সাজানো গোছানো করার চেষ্টা করতেছি এবং সামনে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

MMS
আরও পড়ুন