ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টিয়া পাখি উদ্ধার করল ফায়ার সার্ভিস

স্বেচ্ছাসেবক মো. ইমরান হোসেন সুলতান ও সাজু জানান, একটি টিয়া পাখি বিদ্যুতের তারে আটকা পড়ে ছটফট করতে দেখতে পান তারা।

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম

নীলফামারীর সৈয়দপুরের রংপুর রোডের বাঙ্গালীপুর নিজপাড়ায় একটি বৈদ্যুতিক খুঁটির তারে আটকা পড়া একটি টিয়া পাখি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলমগীর হোসেনের কাছ থেকে খবর পেয়ে সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় পাখিটিকে উদ্ধার করে তারা।

ওই এলাকার স্বেচ্ছাসেবক মো. ইমরান হোসেন সুলতান ও সাজু জানান, একটি টিয়া পাখি বিদ্যুতের তারে আটকা পড়ে ছটফট করতে দেখতে পান তারা। পরে সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলমগীর হোসেনকে জানালে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা দ্রুত এসে পাখিটিকে উদ্ধার করে অবমুক্ত করে।

সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, সবারই তো জীবন আছে। পাখিটিও তো একটি প্রাণী। পাখিটিকে দ্রুত উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসকে ধন্যবাদ।

RA/FI
আরও পড়ুন