ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রংপুরে শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৮ পিএম

পঞ্চম শ্রেণিপড়ুয়া এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন শাহকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে ওই শিক্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাতে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ থানাধীন বধুকমলা এলাকা থেকে শিক্ষক ফারুক হোসেন শাহকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল।

গ্রেপ্তার হওয়া ফারুক হোসেন শাহ্ হারাগাছ থানাধীন রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের বধুকমলা এলাকার মৃত বদির উদ্দিন শাহার ছেলে। তিনি বধুকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এদিকে ওসি মমিনুল ইসলাম জানান, গত ২৩ ফেব্রুয়ারি মহানগরের বধুকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি হওয়ার আগে শিক্ষার্থীরা স্কুলের মাঠে খেলাধুলা করছিল। সে সময় সহকারী শিক্ষক ফারুক হোসেন পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন। স্কুল ছুটির পর মেয়েটি বাড়ি গিয়ে বিষয়টি তার পরিবারকে জানায়।

ঘটনা জানাজানি হলে, সোমবার দুপুরে বিক্ষুব্ধ অভিভাবকেরা ওই শিক্ষকের বিচারের দাবিতে স্কুল ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে এবং মেয়েটির পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় সোমবার রাতে মেয়েটির পরিবার থেকে একজন বাদী হয়ে শিক্ষক ফারুক হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক ফারুক হোসেন শাহকে গ্রেপ্তার করা হয়।

MMS
আরও পড়ুন