পঞ্চগড়ে এক দেহে দুই মাথা নিয়ে জন্ম নিয়েছে এক শিশু। মঙ্গলবার (১৩ মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের প্রধান পাড়া গ্রামের চা শ্রমিক মাজেদুরের স্ত্রী সুরভী আকতার অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম দেন।
চিকিৎসকেরা বলছেন, শিশুর মা সুরভী আকতার সুস্থ থাকলেও শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গর্ভকালীন সমস্যার কারণে অপরিপক্ব শিশুটির একটি দেহে দুটি মাথা নিয়ে জন্ম নিয়েছে।
এদিকে এক দেহে দুই মাথা নিয়ে শিশু জন্মের সংবাদে সদর আধুনিক হাসপাতালের গাইনি ওয়ার্ডে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
শিশুটির বাবা মাজেদুর জানান, আল্টাসনোগ্রামে দুই শিশু জন্মের তথ্য জেনে গত শনিবার স্ত্রী সুরভীকে হাসপাতালে ভর্তি করেন। আজ অস্ত্রোপচারের পর শিশুটির একটি দেহে দুই মাথা দেখেছেন।
পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের ইতিহাসে এটিই প্রথম দুইমাথা বিশিষ্ট শিশু ভূমিষ্ঠের ঘটনা বলে জানালেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাসরিন পারভীন।
আর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আবু সায়েম বলছেন, মায়ের গর্ভে ফ্লুইট কমে যাওয়ায় ম্যাকোনিয়াম পাস করায় এমনটি হয়েছে।
জন্মের একঘণ্টা পর শিশুটি মারা গেছে বলে জানিয়েছেন হাসপাতালের অপর শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোয়ারুল ইসলাম।
