ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাইবান্ধায় বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট : ২০ মে ২০২৫, ০৮:১৮ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে রুম্মান মিয়া লিমন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৯ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর এলাকার কৃষি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যু রুম্মান মিয়া লিমন তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামের হবিবর রহমান ও মমতা বেগম দম্পতির ছেলে। তিনি ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার সাহিত্য বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, গত ১৪ দিন আগে রুম্মান মিয়া লিমন বিয়ে করেন। মঙ্গলবার সকালের দিকে তার বাবা-মায়ের সঙ্গে জমিতে কাজ করার সময় বৃষ্টি শুরু হলে মাঠের একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেয়। সেখানেই বজ্রাপাতে রুম্মান মিয়া লিমনের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মোকলেছুর রহমান। 

FJ
আরও পড়ুন