ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রংপুরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৩:৩২ পিএম

রংপুরের পীরগঞ্জে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

নিহত আছমা বেগম (৪২) উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের মির্জাপুর ভবানীপুর গ্রামের সাজু মিয়ার স্ত্রী।  স্বামী বিদেশ থাকায় ও একমাত্র কন্যার বিয়ে হওয়ায় তিনি একাই বাড়িতে থাকতেন বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৩০ জুলাই) দিবাগত রাতে নিহত গৃহবধূর তার স্বামী সাজু মিয়ার সাথে শেষবার কথা হয়। এরপর বৃহস্পতিবার (৩১ জুলাই) সারাদিন বহুবার ফোন দিয়ে কোনো সাড়া না পাওয়ায় রাতে প্রবাসী সাজু মিয়া রাতে পাশের বাড়ির একজনকে ফোন দিয়ে খোঁজ নিতে বলেন। পাশের বাড়ির ঐ ব্যক্তি গৃহবধূকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় ঐ মহিলার মরদেহ পড়ে থাকতে দেখেন। 

তাৎক্ষণিক আশপাশের লোকজন থানা পুলিশেকে খবর দেয়। পরে খবর পেয়ে পীরগঞ্জ থানার ইনচার্জ ও ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ রাতেই ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেকের মর্গে প্রেরণ করেন। 

পীরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, শুক্রবার (১ আগস্ট) মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে এবং এর সাথে কারা জড়িত, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

NJ
আরও পড়ুন