গাইবান্ধার সাঘাটার কচুয়া ইউনিয়নের ৩টি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে ৩০টি মানুষের কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৪ আগস্ট) সকালে বিষয়টি স্বজনদের নজরে আসায় এলাকাজুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হওয়ার সুযোগে রাতের আঁধারে কচুয়া, সরদার পাড়াসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন কবরস্থানের ৩০টি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
এভাবে কঙ্কাল চুরি হওয়ায় স্বজনদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে। তারা অন্যান্য কবরের কঙ্কাল রক্ষায় স্থানীয় প্রশাসনের সহযোগিতা চান।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশা আলম বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ আসেনি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
