ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ওষুধ নকল করে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
ঠাকুরগাঁওয়ের ওষুধ শিল্প প্রতিষ্ঠান এ আর ল্যাবরেটরিজ এর "ডি ব্যালেন্স” নামক একটি ওষুধ কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে নকল ও ভেজাল তৈরি করে গ্রাহকদের কাছে প্রতারণা অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
 
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের টিএফসি রেস্টুরেন্টে এ দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এ আর ল্যাবরেটরিজ এর প্রোপাইটর হাকীম আব্দুল হাই, উপদেষ্টা আলমগীর হোসেন, মার্কেটিং হেড তাহিরুল ইসলাম।
 
তারা জানান, এ.আর ল্যাবরেটরিজ এর "ডি ব্যালেন্স” নামের ওষুধটির নকল তৈরি করে বাজারজাতকরণ করে একটি চক্র কুষ্টিয়াসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। ইতোমধ্যে একটি প্রতারক চক্রকে আইনের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আমরা এই অসাধু চক্র সম্পর্কে সতর্ক করতে চাই, যাতে সাধারণ মানুষ যেন প্রতারণার শিকার না হয় এবং স্বাস্থ্য নিয়ে ঝুঁকিতে না পড়ে।
 
 
NJ
আরও পড়ুন