রংপুরের পীরগঞ্জে নিজ বাড়ি থেকে আকলিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৭টায় উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা বেগম বড় মজিদপুর গ্রামের হাকিমুদ্দিন মন্ডলের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, আকলিমা বেগমের বাড়ির একটি ঘরে তিনি একাই থাকতেন। তার বৃদ্ধ স্বামী অন্য একটি ঘরে থাকতেন। গতকাল রাতে স্বামী হাকিমুদ্দিন স্ত্রীর ঘরে এসে আকলিমার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়রা পুলিশে খবর দিলে দিবাগত রাত ৩টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।
এ সময় হত্যাকাণ্ডের নানা আলামত সংগ্রহসহ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়। আজ সকালে আকলিমা বেগমের মরদেহটি সুরতহাল শেষে রংপুর মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আকলিমা বেগমের ছেলে তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বসবাস করেন। পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানসহ জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে।
বাসা থেকে ব্যাংক কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার