ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শ্রীমঙ্গলে দ্রুতগামী এনা বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়া বাজারের লামুয়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী এনা বাসের ধাক্কায় নেহারুন বেগম নামে ৭০ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার( ১২ সেপ্টেম্বর)  রাত সোয়া ৭টার দিকে ঘটনাটি ঘটে। পরে লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল হাইওয়ে পুলিশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী এনা পরিবহনের দ্রুতগামী একটি বাস নেহারুন বেগম (৭০) নামে  একজন বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। বৃদ্ধা মহিলাটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ২৫০ শয্যা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

মহিলার বাড়ি কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামে বলে জানাগেছে। মহিলার লাশটি বর্তমানে হাসপাতালেই রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: সোহেল রানা।

MMS
আরও পড়ুন