সিলেট সীমান্ত দিয়ে চোরাইপথে আসা ২৬৯ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকসহ চালক মো. আশরাফুল ইসলাম (৪২) কে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সিলেটের মুরাদপুর বাজার সংলগ্ন সড়কে ট্রাকে তল্লাশি চালিয়ে এই চিনি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেলে সিলেটের মুরাদপুর বাজার সংলগ্ন সড়কে চৌকি বসিয়ে যানবাহন তল্লাশি চালিয়ে ২৬৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৮১ হাজার টাকা। এ সময় চিনি বহনের কাজে ব্যবহৃত ট্রাকসহ চালককে আটক করে এসএমপির শাহপরাণ (রহ.) থানা পুলিশ।
পুলিশ জানায়, আটককৃত আশরাফুল ইসলাম হলেন রাজশাহী জেলার দামকুড়া থানার জোতরাবন গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় চালককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
