ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাত সাড়ে ১১টার দিকে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর সিলেট রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বা অন্য কোনো গন্তব্য থেকে সিলেটে ট্রেন প্রবেশ করেনি।

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ এএম

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক নামক এলাকায় বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর সিলেট রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বা অন্য কোনো গন্তব্য থেকে সিলেটে ট্রেন প্রবেশ করেনি।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উপবন ট্রেনটি যাত্রা করতে পারেনি ও ঢাকা থেকে সিলেটের উদ্যেশ্যে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে আসতে পারেনি। রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

AHA
আরও পড়ুন