হবিগঞ্জের মাধবপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য রাখেন- মো. রাসেল, জহিরুল ইসলাম, বায়জিদ আব্দুল মালেক, মুসলেহ উদ্দিন সুমন, শাকিল, সনাতন পাজা, মো. সোহেল, জীবন, আবিরসহ অনেকেই।
এ সময় বক্তারা বলেন, আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধীনস্থ সারাদেশের উপজেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল, স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষায়িত ইন্সটিটিউটসমূহে আমরা স্বাস্থ্যসেবার রোগ নির্ণয়সহ গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ প্রয়োজন।
স্বাস্থ্য অধিদপ্তরাধীন সরকারি পর্যায়ে মেডিকেল টেকনোলজিস্টদের সর্বমোট সৃজনকৃত পদের সংখ্যা ৫৪২৭টি এবং ফার্মাসিস্ট ২৯৫১টি। অর্থাৎ দুই গ্রুপ মিলে সর্বমোট পদের সংখ্যা ৭৭১৯টি। এর মধ্য ৫৬৪৬ জন ইতোমধ্যে তাদের বেতন-ভাতাদির সুবিধা দশম গ্রেডের সুবিধার ঊর্ধ্বে অবস্থান করছেন, কেবলমাত্র ২০৭৩টি পদকে এ সুবিধার আওতায় আনতে হবে। যার মধ্যে প্রায় দশ শতাংশ পদ এখনো ও শুন্য রয়েছে।
সেক্ষেত্রে এ মুহূর্তে ২য় শ্রেণির পদমর্যাদা ও দশম গ্রেড বাস্তবায়িত হলে সর্বসাকুল্যে ২ হাজার জনেরও কম সংখ্যক পেশাজীবী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এ সুবিধা পাবেন এবং তদনুযায়ী অর্থ বরাদ্দের প্রয়োজন হবে, তা কেবল কমই নয় বরং যৎসামান্য।
দেশে নতুন আরেকটি মেডিকেল কলেজের অনুমোদন