জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ থেকে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) শুরু হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এদিন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে প্রথমে প্রসিকিউশন পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে। এরপর পলাতক ও গ্রেপ্তার আসামিদের পক্ষে আইনজীবীরা যুক্তি খণ্ডন করবেন। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে। ধারণা করা হচ্ছে, চলতি মাসেই এই ধাপ সম্পন্ন হবে।
এর আগে মামলাটিতে ২৩ কার্যদিবসে ২৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। সর্বশেষ গত ১০ ডিসেম্বর এই মামলার অন্যতম আসামি শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক মো. আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। এ ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীসহ আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। আসামিদের মধ্যে চারজন কারাগারে এবং চারজন পলাতক রয়েছেন।
হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে