আবু সাঈদ হত্যা মামলা: আজ তদন্ত কর্মকর্তার তৃতীয় দিনের সাক্ষ্য

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ এএম

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বিচারিক কার্যক্রম চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সোমবার (২৯ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার তদন্ত কর্মকর্তা রুহul আমিন।

সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। তদন্ত কর্মকর্তা আজ অবশিষ্ট আসামিদের ব্যক্তিগত দায় ও ঘটনার ধারাবাহিক বর্ণনা তুলে ধরবেন। এর আগের দিন তিনি ১৬ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেছেন। ২৫ নম্বর সাক্ষী হিসেবে তার জবানবন্দি রেকর্ড করা হচ্ছে।

এর আগে গত ৯ ডিসেম্বর এই মামলায় ২২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট, সমন্বয়কদের তুলে নেওয়া এবং কয়েকটি টেলিভিশন চ্যানেলের নেতিবাচক ভূমিকার কথা আদালতকে জানিয়েছিলেন। ১০ ডিসেম্বর বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা এবং এসআই কামরুল হোসেনের জবানবন্দিও রেকর্ড করা হয়।

উল্লেখ্য, এই মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে ৬ জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন এবং সাবেক ভিসিসহ বাকি ২৪ জন পলাতক। গত ২৭ আগস্ট মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। মামলায় মোট সাক্ষী করা হয়েছে ৬২ জনকে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ জুন এই চাঞ্চল্যকর মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছিল।

DR/SN
আরও পড়ুন