দেশের চরম নিরাপত্তাহীনতা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এই রিট আবেদনটি দাখিল করেন।
রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, আইজিপি ও র্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও পুলিশের কার্যালয় থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়, যার একটি বড় অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
আইনজীবী মাহমুদুল হাসান জানান, এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় ভোটার ও প্রার্থীদের জীবন চরম হুমকির মুখে। সম্প্রতি ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ উসমান হাদি গুলিতে নিহত হওয়ার ঘটনাটি এর প্রমাণ। এমন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের ‘জীবনের অধিকার’-এর চরম লঙ্ঘন। তাই লুণ্ঠিত অস্ত্র উদ্ধার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।
১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোন সংগঠনের নির্বাচন নয়: ইসি
