আদালত বর্জন বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ: সুপ্রিম কোর্ট বার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আদালত বর্জনের কর্মসূচি গণতন্ত্র এবং আইনের শাসনের পরিপন্থি ও বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ। এইরূপ কর্মসূচি বিচারপ্রার্থী মানুষের বিচার পাওয়ার অধিকারের পরিপন্থি বলে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

রোববার (৩১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আইন অঙ্গনে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।   

এ সময় উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরসহ সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

 

AH
আরও পড়ুন