ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৭ আইনজীবীর আদালত অবমাননা মামলার শুনানি পেছালো

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭ এএম

বিএনপিপন্থী সাত আইনজীবী নেতার আদালত অবমাননা মামলার শুনানির তারিখ পিছিয়ে ২২ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বাদীপক্ষ ও আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে শুনানির জন্য এদিন নির্ধারণ করেন। সাত আইনজীবীকে আপিল বিভাগের দুজন বিচারপতির পদত্যাগে আলটিমেটাম দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিলো।

বিএনপিপন্থী সাত আইনজীবী নেতার পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আদালতে বলেন, বাদীপক্ষ সময় চেয়েছে। আমরাও সময় আবেদন করছি। ঈদের পর শুনানির দিন ধার্য করার জন্য। এরপর আদালত ২২ এপ্রিল শুনানির নতুন তারিখ ধার্য করেন।

MB/FI
আরও পড়ুন