আসন্ন ঈদুল আজহায় রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর সিটি কর্পোরেশনের ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার (৩ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
এ আদেশের ফলে আসন্ন ঈদুল আজহার সময় আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন রিট আবেদনের পক্ষের আইনজীবী এম শামীম হোসাইন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও এস এম শামীম হোসাইন। হাটের ইজারাদার নুরুল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কেসি।
আপিল বিভাগের আদেশের পর আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও এস এম শামীম হোসাইন বলেন, আফতাবনগর পরিকল্পিত আবাসিক নগরী। এ বিবেচনায় আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন।
গত ৮ মে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুরহাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে দায়ের করা এক রিট
আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
এ আদেশের ফলে কোরবানি ঈদে আফতাবনগরে পশুরহাট বসানো যাবে না বলে আইনজীবীরা জানিয়েছিলেন।
আইনজীবী জানান, গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আজহায় কোরবানী পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন। এ বিজ্ঞপ্তিতে ১১টি হাটের কথা উল্লেখ রয়েছে।
এর মধ্যে আফতারনগ হাটের অংশের বৈধতা নিয়ে রিট করেন আফতাব নগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন কাজল।
আইনজীবী শামীম হোসাইন জানান, আদালত রিটের শুনানি শেষে রুল জারি করেছেন। একইসঙ্গে ইজারা বিজ্ঞপ্তির আফতাবনগর অংশ স্থগিত করেছেন।

