ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রজ্ঞাপন জারি

সুপ্রিম কোর্ট প্রশাসনে কর্মকর্তাদের রদবদল

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ এএম

অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর সুপ্রিম কোর্ট প্রশাসনে কর্মকর্তাদের রদবদল করা হচ্ছে। সোমবার (২ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে কর্মকর্তাদের রদবদলের তথ্য পাওয়া গেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এসব প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী জুডিশিয়াল সার্ভিসের সদস্যদেরকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপন অনুসারে, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানকে কুমিল্লায় বদলি করা হয়েছে। আর আপিল বিভাগের নতুন রেজিস্ট্রার হয়েছেন রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. হাসানুজ্জামান।

একইসঙ্গে নওগাঁর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল ইসলাম ও বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুস সামাদকে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে। 

এছাড়াও কুমিল্লার জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) বেগম মরিয়ম মুন মুঞ্জুরীকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক (জেলা জজ) পদে, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. মিজানুর রহমানকে রাজশাহীর যুগ্ম জেলা জজ পদে, রাজশাহীর যুগ্ম জেলা জজ মো. আফাজ উদ্দিনকে রংপুরের যুগ্ম জেলা জজ পদে এবং হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. শামীম সুফীকে আইন মন্ত্রণালয়ের সংযুক্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

MMS
আরও পড়ুন