ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাইবার সুরক্ষা আইন আসছে: আসিফ নজরুল

অভিযোগ, বিগত শেখ হাসিনার স্বৈরাচারের সরকারের আমলে বিরোধী মত দমনে সাইবার নিরাপত্তা আইন ব্যবহার করা হত।

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০২:০২ পিএম

সাইবার নিরাপত্তা আইনের বদলে অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন নিয়ে আসতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিদফ নজরুল।

মঙ্গলবার (১৯ নভেম্বর) তার কার্যকালের প্রথম ১০০ দিনের মধ্যে আইন মন্ত্রণালয়ের অর্জন সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা এ তথ্য জানান।

অভিযোগ, বিগত শেখ হাসিনার স্বৈরাচারের সরকারের আমলে বিরোধী মত দমনে সাইবার নিরাপত্তা আইন ব্যবহার করা হত। ফেসবুকসহ অনলাইনে বিরোধ মত দমনে সে সময় এই কালো আইন সরকারের অন্যতম হাতিয়ার হয়ে উঠে। লেখক-সাংবাদিক থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ এ আইনে কারারূদ্ধ হন।

ব্রিফিং-এ আসিফ নজরুল বলেন, ‘সরকার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য প্রবিধান প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।’

আসিফ নজরুল জানান, এছাড়া সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মন্ত্রিসভায় গৃহীত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

দু-একদিনের মধ্যেই এটি হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

আরও পড়ুন