ছাগলকাণ্ডের সেই মতিউরের রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ

আইনজীবী জানিয়েছেন মতিউর রহমান এখন আর বিদেশে যেতে চান না এজন্য রিট আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ হারানো মতিউর রহমানের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মতিউরের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন। তিনি বলেন, মতিউর রহমান এখন আর বিদেশে যেতে চান না এজন্য রিট আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 

এর আগে মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। তার পক্ষে অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

গত ২৪ জুন মতিউর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। একইসঙ্গে আদালত তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন এ নিষেধাজ্ঞা দেন।

MB/FI
আরও পড়ুন