ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১২:৪৮ পিএম

বাসা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে ১৭ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। 

বুধবার (১৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন। বাবরের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০০৭ সালের ২৭ মে যৌথবাহিনী লুৎফুজ্জামান বাবরকে তার বাসা থেকে আটক করে এবং পরের দিন ২৮ মে তাকে গ্রেপ্তার দেখানো হয়। ৩ জুন গুলশান থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। এরপর ৩০ অক্টোবর মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল তাকে লাইসেন্স বিহীন রিভলভার রাখার অভিযোগে ১৭ বছরের সাজা দেন।

SN
আরও পড়ুন