ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পূর্বাচলে প্লট দুর্নীতি: রেহানা-টিউলিপ-ববির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৫:৫৬ পিএম

রাজধানীর নতুন শহর পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, তার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলমের আদালতে মামলার বাদীরা জবানবন্দি দেন।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, আসামিরা বরাদ্দ পাওয়ার যোগ্য না হয়েও পূর্বাচল ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের ৬টি প্লট নিজেদের নামে বরাদ্দ নিয়েছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, ২০২২ সালে রাজউক শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে মোট ছয়টি প্লট বরাদ্দ দেয়। প্রতিটি প্লটের আয়তন ১০ কাঠা।

চলতি বছরের জানুয়ারিতে ছয়টি পৃথক মামলা দায়ের করে দুদক। বর্তমানে মামলার সব আসামিই পলাতক।

DR/FJ
আরও পড়ুন