রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিজবাহ উর রহমানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে ট্রাকচালক মো. হোসেন মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। পরদিন ভোররাতে স্বজনরা রাস্তার পাশে তার গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন।
ঘটনার প্রায় দেড় মাস পর, গত বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর এই আদেশ দিলেন আদালত।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিপক্ষের আপিল শুনানি চলছে
হাসিনা-কামালের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ