বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগীয় অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চাওয়ার বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে, হাইকোর্ট বিসিবি সভাপতি বুলবুলের চিঠির কার্যক্রম স্থগিত করে এবং এ ধরনের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। হাইকোর্টের বেঞ্চ ছিলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
গত ১৮ সেপ্টেম্বর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জেলার ও বিভাগের অ্যাডহক ক্রীড়া কমিটি বরাবর একটি চিঠি পাঠান, যাতে বিসিবির সাধারণ পরিষদে কাউন্সিলর মনোনয়নের জন্য নাম চাওয়া হয়। চিঠিতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বিসিবির সংশোধিত গঠনতন্ত্র (২০২৪) অনুসারে ২০২৫ সালের পরিচালনা পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে এই কাউন্সিলর মনোনয়ন প্রয়োজন।
বিসিবির ওই চিঠি ১ সেপ্টেম্বর রেজিস্ট্রার্ড ডাকযোগে এবং ২ সেপ্টেম্বর কুরিয়ারযোগে সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার প্রধানদের কাছে পাঠানো হয়। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাউন্সিলর মনোনয়ন দিতে গঠনতন্ত্র অনুসরণের নির্দেশ দেওয়া হয়।
এই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট প্রথমে স্থগিতাদেশ দিয়েছিল, যা এখন চেম্বার আদালতে স্থগিত হয়েছে। পরবর্তী শুনানির জন্য বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে উপস্থাপন করা হবে।
ভাঙ্গাকে আলাদা আসন না করায় হাইকোর্টের রুল
সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন মঞ্জুর