বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।
রোববার (৫ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ নির্বাচনের স্থগিতাদেশের আবেদন করলেও আদালত বলেন, নির্বাচন হোক, আমরা স্থগিত করছি না।
বিসিবি সভাপতি আমিনুল ইসলামের ১৮ সেপ্টেম্বর কাউন্সিলর মনোনয়ন সংক্রান্ত চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল সেটি বহাল থাকছে। ফলে বিসিবি নির্বাচনের পথে আর কোনো প্রতিবন্ধকতা রইল না।
১৮ সেপ্টেম্বর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং জেলা ক্রীড়া সংস্থাগুলোর কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, আগের কাউন্সিলর মনোনয়ন ফরম বাতিল করে নতুন ফরম জমা দিতে হবে। এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে কয়েকজন কাউন্সিলর হাইকোর্টে রিট করেন, এবং হাইকোর্ট ওই চিঠির কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেন।
এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে। শুনানির ধারাবাহিকতায় আজ আদালত স্থগিতাদেশ বহাল রেখে রুল শুনানির জন্য বিষয়টি হাইকোর্টে পাঠান।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ ও অনীক আর হক। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস ও কায়সার কামাল আর বিসিবির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মাহিন এম রহমান।
তফসিল অনুযায়ী, বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিজয়ী ২৫ জন পরিচালক পরবর্তীতে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন।
বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি ঢাকার ক্লাব সংগঠকদের
মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে বড় জয় মায়ামির
‘৬ অক্টোবর বিসিবির নির্বাচনে বাধা নেই’