চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে রোববার (১৯ অক্টোবর) হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে দুপুর ২টায়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্টে প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ইনার কোর্ট ইয়ার্ডে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতিরি সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিতে হবেন।
সেজন্য আগামী ১৯ অক্টোবর রোববার (১৯ অক্টোবর) হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর ২টা থেকে শুরু হবে।
হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের আবেদন