ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বুয়েট শিক্ষার্থী কারাগারে

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:১২ পিএম

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অনলাইন অবমাননাকর মন্তব্যের অভিযোগে বুয়েটের ২১তম ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম।

বুধবার (২২ অক্টোবর) তার আদালতে এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। 

আদালতে উপস্থিত করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার উপ‑পরিদর্শক শাহজাহান সিরাজ কারাগারে আটকে রাখার আবেদন করেন। এ সময় শ্রীশান্ত রায়ের আইনজীবী সাইফুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেন। এ সময় বিচারক বলেন, এই মামলার এজাহারের সঙ্গে ধারার অমিল রয়েছে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে বৃহস্পতিবার জামিন শুনানি হবে।

দাবির বিবরণ অনুযায়ী, ওই শিক্ষার্থী সামাজিক মাধ্যম reddit‑এ ‘উইকলি সার্ভিস ৯২৩’ নামে একটি ছদ্মনাম দিয়ে মুসলিম নারী ও ইসলাম ধর্ম সংক্রান্ত অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আফগান হোসেন চকবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। 

DR/FJ