অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পক্ষে থাকছেন না ব্যারিস্টার সরোয়ার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৬:০২ পিএম

টিএফআই-জেআইসি সেলে গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় বিচারাধীন ১৫ জন সেনা কর্মকর্তার আইনজীবী প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ব্যারিস্টার সরোয়ার বলেন, ‘আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেপ্তার হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন। তাই আমি আর এই মামলায় আইনি লড়াইয়ে থাকছি না।’

জানা গেছে, সরোয়ার এর আগে ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছিলেন। তাদের মধ্যেই একজন বর্তমানে গ্রেপ্তার হওয়া ১৫ কর্মকর্তার তালিকায় আছেন।

এর আগে, বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ওই ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সরোয়ার। তবে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি জানান, ব্যক্তিগত ও নৈতিক কারণে আর এই মামলায় পক্ষে থাকছেন না।

DR