রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার আসামি লিমন মিয়ার আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন-৫ আদালতের বিচারক আশিকুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম জানান, গত ১৫ নভেম্বর (শনিবার) প্রথম দফায় লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। আজ সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) নগরীর রাজপাড়া থানার ডাবতলা এলাকায় বিচারকের ভাড়া ফ্লাটে কৌশলে প্রবেশ করে লিমন মিয়া বিচারকের নাবালক ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে। একই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করা হয়। হামলার সময় লিমন নিজেও আহত হন।
পরে বিচারক নিজেই বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করলে হাসপাতাল থেকে লিমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
বিচারকের ছেলেকে হত্যা মামলার আসামি ৫ দিনের রিমান্ডে
বিচারকের ছেলে হত্যা, নতুন তথ্য পুলিশের