বিদেশে যাওয়ার নামে প্রতারণার শিকার ১৬০ জন যাত্রী আদমপাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ দাবি জানান।
প্রবাসী ট্রেড ইন্টারন্যাশনালের প্রধান মো. মেহেদী অভিযোগ করে বলেন, ‘আদম ব্যবসা চক্রের মূলহোতা শিউলী আক্তার ও শেখ মোস্তফা জাবেদ টগর নামে দুজানের কাছে তারা প্রতারিত হয়েছেন।’
তিনি বলেন, ‘প্রতারণার শিকার ওই ১৬০ জন যাত্রী সর্বস্ব খুইয়ে এখন নিঃস্ব হয়ে গেছেন।’
মেহেদীর অভিযোগ, মোট ১৬০ জন যাত্রীকে রাশিয়া পাঠানোর কথা বলে প্রতি যাত্রীর কাছ থেকে ৪ লাখ ৩৫ হাজার করে মোট ৬ কোটি ৯৬ লাখ টাকা দেওয়ার দাবি করেন শিউলি। পরে অন্যান্য খরচসহ তাকে গত বছর ৮ মে নগদ ১০ লাখ টাকা ও ১৬০ টি পাসপোর্ট দেন। প্রদান করে। এছাড়াও শিউলিকে তারা তিনটি ব্যাংকে অ্যাকাউন্টে দেন মোট ২০ লাখ ৫০ হাজার এবং নগদ ১৮ লাখ টাকা। পরে শিউলি হোয়াটস অ্যাপে ১১৮ জনে রাশিয়ার এবং ৪২ জনে সার্বিয়ার ভুয়া ভিসা পাঠান।
তিনি জানান, এ ঘটনায় পল্টন মডেল থানায় মামলা করা হলে পুলিশ অভিযুক্ত শিউলিকে আটক করেছে। তবে প্রতারক চক্রের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।
