ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৮২, অস্ত্র উদ্ধার

আপডেট : ২০ জুন ২০২৫, ০৬:৩৪ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত মোট ১৭৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১২০৩ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৫৭৯ জন।

শুক্রবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

এআইজি ইনামুল হক সাগর আরও জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১৭৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১২০৩ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।

এছাড়া অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ৯ রাউন্ড, একনলা বন্দুক দুটি, কার্তুজ ৪৬ রাউন্ড, রামদা চারটি, ধারালো চাকু তিনটি, লোহা কাটার কেচি একটি, শাবল দুটি, এলজি ছয়টি, চাপাতি দুটি, ছুরি চারটি, তরবারি সাতটি, হাসুয়া দুটি, ড্রেগার একটি, লোহার ও কাঠের তৈরি থ্রিনট থ্রি রাইফেল বাট একটি।


বিশেষ এ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।

FJ
আরও পড়ুন