জেনেভা ক্যাম্প এলাকার বুনিয়া সোহেলের ভাই গ্রেপ্তার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের ভাই বড়ো টুনটুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

‎বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, টুনটুন জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের আপন বড়ো ভাই। রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। তার কাছে বেশ কয়েকটি অস্ত্র রয়েছে এবং সে ৬-৭টি হত্যা মামলাসহ প্রায় ২০টি মামলার আসামি।

‎র‍্যাব সূত্র জানায়, টুনটুন দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র ও মাদক কারবারে সক্রিয় ছিল। তার কাছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।

‎র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শামসুল ইসলাম জানান, অভিযান শেষে তাকে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, টুনটুন মোহাম্মদপুর এলাকায় বুনিয়া সোহেলের নেটওয়ার্ক পরিচালনা করত। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় অপরাধচক্র দুর্বল হয়ে পড়বে।

SN
আরও পড়ুন