প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বাতিল

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শনিবারের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে এই সময়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন- ২০২৫ গ্রহণের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরার সই করা ওই চিঠিতে উল্লেখ করা হয়, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন- ২০২৫ সম্পন্ন হয়নি, সেসব বিদ্যালয়কে ১১ থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ছুটি বাড়িয়ে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ সময়ের মধ্যে শুক্রবার ও শনিবার বাদে তিন দিন পরীক্ষা নেওয়া যাবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

এ নির্দেশনা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

এদিকে ৩ দফা দাবিতে আন্দোলনের কারণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা ৬ দিনের কর্মবিরতি পালন করেন। ফলে ১ ডিসেম্বর থেকে প্রায় ৬৫ হাজার প্রাথমিক স্কুলের পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। পরে ৭ ডিসেম্বর (রোববার) থেকে পরীক্ষা শুরু হয়েছে। যার কারণে পরীক্ষার দিনপঞ্জিতে কিছুটা পরিবর্তন এসেছে।

LH/FJ