অন্যান্য ক্যাম্পাসের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা শিবিরকে সমর্থন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জকসু নির্বাচনে নিজের ভোট প্রদান শেষে এক প্রতিক্রিয়ায় এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রিয়াজুল ইসলাম বলেন, ‘দেশের অন্যান্য ক্যাম্পাসে যেমন শিবিরের প্রতি সমর্থন দিয়েছে, জগন্নাথের শিক্ষার্থীরাও আশা করি তেমন সমর্থন দেবে। আমরা বিজয়ী হলে সবাই নিয়ে একসঙ্গে নতুন ক্যাম্পাস গড়ব, এটাই আমাদের প্রত্যাশা।’
ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘আমি মাত্র ভোট দিয়েছি। ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে পরিবেশ সুন্দর রয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসন যদি এই পরিবেশ ধরে রাখে তাহলে ভোট সুষ্ঠু হবে।’
এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৪৫। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ চলছে।
নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হবে।
ভোটগ্রহণ শেষে ৬টি ওএমআর মেশিনে হবে ব্যালট গণনা। ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্রীয় মিলনায়তনে। ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে।
গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভে ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
নির্বাচনে উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থি সমর্থিত মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এছাড়া, একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।
কেন্দ্রে প্রবেশের চেষ্টায় নারী আটক, যুবককে মারধর
জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবিরের
জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু