শীতে বিড়ালদের জন্য ডাকসুর শেল্টারবক্স 

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:০০ এএম

শীতে বিড়ালদের উষ্ণতা ও আশ্রয় দিতে শেল্টারবক্স বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

ওই পোস্টে বলা হয়, ‘প্রচণ্ড শীতে কষ্ট পাওয়া হলের বিড়ালগুলোর জন্য একটু উষ্ণতার জায়গা করে দিতে ডাকসু এবং কেয়ার ডিইউ-এর উদ্যোগে শেল্টারবক্স প্রদান করা হয়।’

 

HN
আরও পড়ুন