মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক আনসার সদস্য ও এক গৃহিণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জেলা শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও চরমুগরিয়া মহাবিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কালকিনি উপজেলার জুরগাঁও গ্রামের অমৃত মণ্ডল এবং সদর উপজেলার ঘটমাঝি এলাকার লাভলী বেগম। অমৃত মণ্ডল বর্তমানে মতিঝিল থানায় আনসার সদস্য হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসমত আলী খান পাবলিক স্কুল কেন্দ্রে পরীক্ষা চলাকালে অমৃত মণ্ডলের কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়, যাতে পরীক্ষার উত্তরপত্র সংরক্ষিত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, রাজৈর উপজেলার অসীম গাইন নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি এই উত্তরপত্র সংগ্রহ করেছেন।
অন্যদিকে, চরমুগরিয়া মহাবিদ্যালয় কেন্দ্রের সামনে হাতে লেখা একটি উত্তরপত্রের শিট পড়ার সময় লাভলী বেগমকে চ্যালেঞ্জ করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরীক্ষার প্রশ্নের সঙ্গে ওই শিটের মিল পাওয়ায় তাকে আটক করা হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, উত্তরপত্র দেখে পরীক্ষা দেওয়ার অপরাধে আটক দুইজনের বিরুদ্ধে শুক্রবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জকসু নির্বাচনে বিজয়ীদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে প্রজ্ঞাপন জারি
