ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন বদলিতে অনিয়মের অভিযোগ

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১২:৪২ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলিতে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে সুবিধাজনক প্রতিষ্ঠানে বদলিসহ নানা অনিয়মের তথ্য পাওয়া গেছে নিজ উপজেলা ও থানায় বদলি কার্যক্রমে।

গত ৩০ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিজ উপজেলা বা থানায় বদলির অনলাইন কার্যক্রম শুরু হয়, যা চলে ১৭ এপ্রিল পর্যন্ত। পরে আবার একই কার্যক্রম ২২ (সোমবার) এপ্রিল থেকে শুরু হবে । এটি চলবে আগামী ৫ মে পর্যন্ত।

বেশ কয়েকজন শিক্ষক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগপত্রও করেছেন। তবে এসব অভিযোগ নিষ্পত্তি না করেই বদলির আদেশ জারি করেছে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মু. মাহবুবর রহমান গণমাধ্যমকে বলেছেন, আবেদন করতে গিয়ে দেখা যায়, ওয়েবসাইটের সার্ভার ডাউন, ওটিপি আসছে না। এসব ভোগান্তি নিরসন করা প্রয়োজন। এ ছাড়া বদলি কার্যক্রমে মাঠপর্যায়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগও শোনা যায়। এসব ক্ষেত্রে স্বচ্ছতা প্রয়োজন।

বদলির আবেদন করার পর তা ফরোয়ার্ড না করে আটকে রেখে অর্থ চাওয়ার অভিযোগ উঠেছে বরিশাল জেলার প্রাথমিক শিক্ষা অফিসের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানান, ইচ্ছা করে বেশ কিছু বদলি আবেদন ফরোয়ার্ড করা হয়নি। অনেক ক্ষেত্রে বাতিলও করা হয়েছে। এসব বিষয়ে যোগাযোগ করলে অর্থ দাবি করা হয়।

MB/AST
আরও পড়ুন