ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

আপডেট : ০৬ জুন ২০২৪, ০২:৫৬ এএম

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) দুপুরে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে পরিবেশ দিবসের বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন বহন করেন শিক্ষার্থীরা। র‌্যালি শেষে কলেজ ক্যাম্পাসে নানান জাতের বৃক্ষের চারা রোপণ কর্মসূচি উদযাপন করা হয়। 

এ ছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলেজে চিত্রাংকন, রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।

AS