চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্র ইউনিয়নের ১৫ সদস্যের কমিটির সব নেতা পদত্যাগ করেছেন। একই সঙ্গে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়েট সংসদকে বিলুপ্ত ঘোষণা করা হয়। বুধবার (৭ আগস্ট) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়েট সংসদের ফেসবুক পেজে সব নেতার পদত্যাগপত্র পোস্ট করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। ছাত্রদের এ দাবির প্রতি সংহতি প্রকাশ করে পদত্যাগ করেছেন ছাত্র ইউনিয়নের নেতারা।
পদত্যাগ করা শিক্ষার্থীরা গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার আশা ব্যক্ত করেছেন, যেন ছাত্রদের অধিকার ও মতপ্রকাশের একটি অরাজনৈতিক মাধ্যম অক্ষুণ্ন থাকে।
